মৎস্য সম্পর্কীয় সকল পরামর্শ ও সেবা গ্রহণের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর,রাঙ্গাবালী,পটুয়াখালীতে আপনাকে সুস্বাগতম
সামুদ্রিক মৎস্য আইন ২০২০ ও সামুদ্রিক মৎস্য বিধিমালা ২০২৩ অনুযায়ী পটুয়াখালী জেলাধীন সমুদ্রগামী সকল আর্টিসনাল নৌযানের অনুমতি পত্র প্রদান করা হচ্ছে ।নৌযান মালিকদের অনুমতিপত্র গ্রহণের জন্য উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।
এতদ্বারা রাঙ্গাবালী উপজেলার সকল সন্মানিত মৎস্য চাষী,খামার /ঘের /হ্যাচারী মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে য়ে আপনার মৎস্য খামারের সেচ/অন্যান্য কাজে ব্যবহারের জন্য মিটারের জুন মাসে ব্যবহত বিদ্যুত বিল এর ফটোকপি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো । সরকার মৎস্যখাতে ব্যবহত বিদ্যুৎ বিলের উপর ভর্তুকি প্রদানের প্রস্তাব করবেন বিধায় আপনাদের সানুগ্রহ সহযোগিতা প্রয়োজন ।
অপু সাহা
উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.)
রাঙ্গাবালী,পটুয়াখালী
০১৭৬৯৪৫৯৬২৩